আজকের বৈঠকখানায় আমার সাথে আছেন মাহাবুব জামান। বর্তমানে তিনি চীনের হ্য পেই প্রদেশের ‘চিন পিয়াও’ কন্সট্রাকশান ম্যাটেরিয়ালস টেকনলজি কোম্পানির বৈদেশিক ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি গত ২০১৯ সালের মার্চে চিয়াংশি প্রদেশের নানচাং ইউনিভার্সিটিতে আসেন চীনা ভাষা শেখার জন্য। সেখানে এক বছর বেসিক চাইনিজ কোর্সশেষে, ২০২০ সালের সেপ্টেম্বরে সানশি প্রদেশের শিয়ান শহরের চাং’আন ইউনিভার্সিটিতে ভর্তি হন। সেখানে তিনি লজিস্টিক ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স করছেন। পড়াশুনার পাশাপাশি তিনি নিজের স্টার্টআপ শুরু করেছেন। উনি চীনের সংস্কৃতি, প্রাচীন চীনা ইতিহাস সম্পর্কে আগ্রহী এবং অধ্যয়নশেষে নিজের কোম্পানির প্রধান হিসেবে চীনের পণ্য কিভাবে স্বল্প সময়ে পৃথিবীর বিভিন্ন দেশে পৌছানো যায় সে লক্ষ্যে কাজ করে যাবেন। এবারের ‘কুয়াংতুং মেলা—২০২৪’-এ অংশগ্রহণ করছেন তিনি। চলুন, কথা বলি তাঁর সঙ্গে।