নভেম্বর ৩, সিএমজি বাংলা ডেস্ক : চীনে শুরু হয়েছে বিমান শিল্প সম্মেলন ২০২৪। শনিবার পূর্ব চীনের চিয়াংসি প্রদেশের নানচাং শহরে শুরু হয়েছে এই সম্মেলন।
এবারের সম্মেলনে চীন, ফ্রান্স, রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের নয়টি দল প্রদর্শন করেছে মনোমুগ্ধকর এয়ারোব্যাটিক শো।
এবারের প্রদর্শনীর প্রধান আকর্ষণ হচ্ছে মহাকাশ প্রদর্শনী। এখানে চীনের মহাকাশ কর্মসূচির মডেল প্রদর্শিত হচ্ছে, যার মধ্যে ছাং’এ-৬ চন্দ্রাভিযান ও শেনচৌ-৫ মহাকাশযানও রয়েছে।
এই প্রদর্শনীতে দর্শকরা বাস্তব রকেট ইঞ্জিন পরীক্ষা করতে পারবেন এবং ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে মাধ্যমে মঙ্গল বা চাঁদে ভ্রমণের অভিজ্ঞতা লাভ করতে পারবেন।
নাহার/ফয়সল
তথ্য ও ছবি- সিসিটিভি