শরতে ৪ কোটি টনেরও বেশি শস্য সংগ্রহ করেছে চীন সরকার
2024-11-03 17:50:56

 

নভেম্বর ৩, সিএমজি বাংলা ডেস্ক: শরৎকালীন শস্য সংগ্রহের পরিকল্পনা সহজতর করায় খাদ্য-উৎপাদনকারী অঞ্চলগুলো থেকে ৪ কোটি টন শস্য ক্রয় করেছে চীন সরকার। শুক্রবার দেশটির জাতীয় খাদ্য ও কৌশলগত মজুত প্রশাসন এ তথ্য জানিয়েছে।

 

চলতি বছরে চীনের বেশিরভাগ প্রদেশ ও অঞ্চলে ধান চাষের এলাকাগুলোয় ভালো ফলন হয়েছে। বাজারে এখন বিক্রি হচ্ছে মধ্য ও শেষ মৌসুমের চাল। এখন পর্যন্ত এই দুই মৌসুমের ২ কোটি ৩০ লাখ টনেরও বেশি চাল ক্রয় করা হয়েছে।

 

এদিকে কৃষকরা যাতে ভালো মূল্য পায় সেজন্য দেশটির প্রধান উৎপাদন অঞ্চলে চালের ন্যূনতম ক্রয়মূল্য কার্যকর করেছে সরকার।

 

এ ছাড়া চীন এ বছর শস্য সংগ্রহ ও মজুত করার ক্ষেত্রে উচ্চপ্রযুক্তির উদ্ভাবন কাজে লাগিয়েছে।

 

নাহার/ফয়সল

তথ্য ও ছবি- সিসিটিভি