চলতি প্রসঙ্গে- চীনের দ্রুত গতি রেলপথ
2024-11-02 22:24:04

বন্ধুরা, চীনের দ্রুত গতির ট্রেন মানুষদের জীবনযাত্রাকে অনেক সুবিধাজনক করেছে। এই ট্রেনে যাতায়াতের অভিজ্ঞতা কেমন? সম্প্রতি আমি দ্রুত গতির ট্রেনে বেইজিং থেকে শাংহাই গিয়েছি। আজ আমার সঙ্গে আপনারাও এই ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা গ্রহণ করুন।