আর্জেন্টিনায় বেস রেট ৩৫ শতাংশ হ্রাস
2024-11-02 18:31:57


নভেম্বর ২: আর্জেন্টিনার কেন্দ্রীয় ব্যাংক গতকাল (শুক্রবার)  জানায়, তারল্য ও মুদ্রাস্ফীতির বর্তমান অবস্থা বিবেচনায় নিয়ে, বেস রেট ৪০ শতাংশ থেকে ৩৫ শতাংশে নামিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।

২০২৩ সালের ডিসেম্বরে দায়ত্ব গ্রহণের পর থেকে আর্জেন্টিনার বর্তমান প্রেসিডেন্ট আর্থিক ঘাটতি হ্রাস ও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য একাধিক সংস্কার চালু করেন। জাতীয় পরিসংখ্যান ও আদমশুমারি ইনস্টিটিউট অনুসারে, আর্জেন্টিনায় মুদ্রাস্ফীতি এই বছরের সেপ্টেম্বরে ছিল ৩.৫ শতাংশ এবং গত ১২ মাসে মুদ্রাস্ফীতির হার ছিল ২০৯ শতাংশ।

স্থানীয় মুদ্রার অবমূল্যায়ন, মূলধনের প্রবাহ হ্রাস, এবং উচ্চ মূল্যস্ফীতি মোকাবিলার অংশ হিসেবে, আর্জেন্টিনার কেন্দ্রীয়  ব্যাংক ২০২৩ সালের প্রথম ১০ মাসে পরপর ছয় বার সুদের হার বাড়ায় এবং বছরের শুরুতে বেস রেট ৭৫ শতাংশ থেকে ১৩৩ শতাংশ পর্যন্ত বাড়ায়। ২০২৩ সালের ডিসেম্বরে আর্জেন্টিনার নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর, কেন্দ্রীয় ব্যাংক সুদের হার হ্রাস করা অব্যাহত রাখে। সর্বশেষ গত ১৪ মে বেস রেট ৫০ শতাংশ থেকে ৪০ শতাংশে কমানো হয়েছিল। (ওয়াং হাইমান/আলিম/ছাই)