চীনে আবাসন বাণিজ্য বেড়েছে
2024-11-02 17:11:08

 

নভেম্বর ২, সিএমজি বাংলা ডেস্ক: আবাসন বাজারকে এগিয়ে নিতে প্রশাসনের নেওয়া ধারাবাহিক পদক্ষেপের সুবাদে গত অক্টোবরে চীনে নতুন ও পুরনো বাড়ির লেনদেন বেড়েছে। চীনের আবাসন এবং পল্লী ও নগর উন্নয়ন মন্ত্রণালয়ের শুক্রবার প্রকাশিত পরিসংখ্যানে জানা গেছে এ তথ্য।

 

পরিসংখ্যানে দেখা গেছে, অক্টোবরে নতুন বাড়ির লেনদেন গত বছরের একই সময়ের চেয়ে বেড়েছে দশমিক ৯ শতাংশ।

 

মন্ত্রণালয়ের মতে, পুনর্বিক্রীত বাড়ির লেনদেন টানা সাত মাস বেড়েছে। অক্টোবরে এ প্রবৃদ্ধি ছিল আগের চেয়ে ৮ দশমিক ৯ শতাংশ বেশি।

 

চীনের আবাসন বাজারের এমন অগ্রগতির সাপেক্ষে গত দুই মাসকে যথাক্রমে গোল্ডেন সেপ্টেম্বর ও সিলভার অক্টোবর বলা হচ্ছে।

 

মন্ত্রণালয় বলছে, ২০০৭ সালের পর প্রথমবারের মতো অক্টোবরের লেনদেন সেপ্টেম্বরের লেনদেনকে ছাড়িয়ে গেছে।

 

ফয়সল/নাহার

 

তথ্য ও ছবি: সিসিটিভি