নভেম্বর ২, সিএমজি বাংলা ডেস্ক: মিশন হারমনি-২০২৪ এর অংশ হিসেবে উত্তর আফ্রিকার দেশ মৌরিতানিয়ার নাগরিকদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করছে চীনের নৌবাহিনীর হাসপাতাল জাহাজ ‘পিস আর্ক’। সাতদিনের সফরে গত বৃহস্পতিবার মৌরিতানিয়ার বন্দরে এসে পৌঁছায় চীনা জাহাজটি।
১৯৬৫ সালে চীন ও মৌরিতানিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর এটিই চীনা হাসপাতাল জাহাজের প্রথম সফর ।
এই সফরকালে পিস আর্ক প্রধান প্ল্যাটফর্ম ব্যবহার করে চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি স্থানীয় হাসপাতাল ও মৌরিরিতানিয়ার সামরিক স্থাপনায় চিকিৎসা সেবা দেবে। এ ছাড়া জাহাজের সদস্যরা স্থানীয় স্কুলগুলোতে সাংস্কৃতিক বিনিময় কার্যক্রমও পরিচালনা করবেন।
চলতি বছরের জুন মাসে পূর্ব চীনের চেচিয়াং প্রদেশের একটি সামরিক বন্দর থেকে মিশন হারমনি-২০২৪ এর জন্য যাত্রা শুরু হয়।
নাহার/শান্তা
তথ্য ও ছবি- সিসিটিভি