চীনের সঙ্গে সহযোগিতা বাড়াতে অস্ট্রেলিয়ান সংস্থাগুলোকে স্বাগত জানালেন চীনা ভাইস প্রিমিয়ার
2024-11-02 17:18:13

 

নভেম্বর ২, সিএমজি বাংলা ডেস্ক: বাণিজ্য, বিনিয়োগ, অর্থ এবং অন্যান্য ক্ষেত্রে চীনের সঙ্গে সহযোগিতা জোরদার করতে অস্ট্রেলিয়ান প্রতিষ্ঠানগুলোকে স্বাগত জানিয়েছে চীন। শুক্রবার চীনের ভাইস প্রিমিয়ার হ্য লিফেং বলেছেন এ কথা।

 

অস্ট্রেলিয়া-চীন বিজনেস কাউন্সিলের জাতীয় সভাপতি ডেভিড ওলসনের নেতৃত্বে একটি অস্ট্রেলিয়ান উচ্চ-পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতকালে এ মন্তব্য করেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য হ্য লিফেং।

 

ভাইস প্রিমিয়ার বলেন, চীন এখন উচ্চস্তরের উন্মুক্তকরণের অগ্রগতি এবং বাজারে প্রবেশাধিকার আরও সহজ করছে। তাই এটি বিদেশি অর্থায়নে পরিচালিত উদ্যোগের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় আরও সচেষ্ট হবে।

 

জয়-জয় ফলাফল অর্জনের জন্য চীনা আধুনিকায়নে সৃষ্ট সুযোগগুলো সমানভাবে কাজে লাগাতে তিনি অস্ট্রেলিয়ান সংস্থাগুলো স্বাগত জানান।

 

অস্ট্রেলিয়ান উদ্যোগের প্রতিনিধিরা বলেছেন, তারা চীনের অর্থনৈতিক সম্ভাবনা সম্পর্কে আশাবাদী। চীনের সঙ্গে দীর্ঘমেয়াদি সহযোগিতার সম্পর্ক স্থাপনে তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্কের টেকসই উন্নয়ন করতেও ইচ্ছুক।

 

ফয়সল/নাহার

 

তথ্য ও ছবি: সিসিটিভি