নভেম্বর ২, সিএমজি বাংলা ডেস্ক: চীনের তালিকাভুক্ত কোম্পানিগুলোর প্রায় ৮০ শতাংশই এই বছরের তৃতীয় ত্রৈমাসিকে মুনাফা অর্জন করেছে। এ সময় গবেষণা ও উন্নয়নে প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগও ছিল বেশি। চীনের তিনটি স্টক এক্সচেঞ্জের তথ্যে এমনটা জানা গেছে।
বৃহস্পতিবার পর্যন্ত শাংহাই, শেনচেন এবং বেইজিং স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত মোট ৫৩৬৮টি কোম্পানি চলতি বছরের জন্য তাদের প্রথম ৯ মাসের প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদনের তথ্যানুসারে চীনের তালিকাভুক্ত কোম্পানিগুলো ৫২ দশমিক ৬৪ ট্রিলিয়ন ইউয়ান (প্রায় ৭ দশমিক ৩৯ ট্রিলিয়ন ডলার) টার্নওভার এবং ৪ দশমিক ৪৩ ট্রিলিয়ন ইউয়ান (প্রায় ৬২০ বিলিয়ন ডলার) নিট মুনাফা রেকর্ড করেছে। সংস্থাগুলোর মধ্যে ৪১২৭টি কোম্পানি মুনাফা করেছে, যা মোট প্রতিষ্ঠানের ৮০ শতাংশ।
একই সময়ে, ১৯টি শিল্প খাতের মধ্যে ১৭টি মুনাফা করেছে, যেখানে উদীয়মান শিল্পগুলো বিশেষভাবে শক্তিশালী প্রবৃদ্ধি দেখিয়েছে।
স্বয়ংচালিত উপাদান এবং সেমিকন্ডাক্টরের মতো উচ্চপ্রযুক্তির খাতগুলো উল্লেখযোগ্য উত্থান দেখেছে। এদের নিট মুনাফা আগের বছরের চেয়ে যথাক্রমে ২০ দশমিক ৫ এবং ৪১ দশমিক ৯ শতাংশ বেড়েছে। এই সময়ের মধ্যে ইলেকট্রনিক শিল্প ৩৫ শতাংশের বেশি নিট মুনাফা অর্জন করেছে।
তালিকাভুক্ত কোম্পানিগুলো এই বছরের প্রথম ৯ মাসে তাদের গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ বাড়িয়েছে, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৩ দশমিক ৯ শতাংশ বেশি। এর পরিমাণ ছিল প্রায় ১ দশমিক ১ ট্রিলিয়ন ইউয়ান বা প্রায় দেড়শ বিলিয়ন ডলার।
ফয়সল/নাহার
তথ্য ও ছবি: সিসিটিভি