মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত বি-২২ বোমারু বিমান
2024-11-02 18:31:15


নভেম্বর ২: যুক্তরাষ্ট্র আরও কয়েকটি দূরপাল্লার বি-২২ বোমারু বিমান এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংসে সক্ষম যুদ্ধবিমান মধ্যপ্রাচ্যে মোতায়েনের জন্য পাঠাবে। মার্কিন প্রতিরক্ষা দফতর গতকাল (শুক্রবার) এক বিবৃতিতে এ তথ্য জানায়।

পেন্টাগনের মুখপাত্র প্যাট্রিক রাইডার এক বিবৃতিতে আরও জানান, ইউএসএস আব্রাহাম লিংকন স্ট্রাইক গ্রুপ প্রত্যাহারের প্রস্তুতি নেওয়ায়, আগামী কয়েক মাসে এই অতিরিক্ত সামরিক সরঞ্জাম মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হবে।

বিবৃতিতে বলা হয়, সেক্রেটারি অফ ডিফেন্স অস্টিন নতুন বোমারু বিমান মোতায়েনের কারণ হিসেবে তথাকথিত ‘ইরানি হুমকি’ মোকাবিলার কথা বলেছেন। নৌবাহিনীর উভচর হামলাকারী জাহাজ ওয়েস্প এবং মেরিন কর্পস-এর ২৪তম অভিযান বাহিনী—যা এর আগে ভূমধ্যসাগরে মোতায়েন করা ছিল—এই অঞ্চলে কাজ চালিয়ে যাবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। (ওয়াং হাইমান/আলিম/ছাই)