সিজিটিএন-কে ফিনল্যান্ডের প্রেসিডেন্টের বিশেষ সাক্ষাত্কার
2024-11-02 15:42:36

নভেম্বর ২: সম্প্রতি চীন-ফিনল্যান্ড কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৪তম বার্ষিকী উপলক্ষ্যে, ফিনিস প্রেসিডেন্ট আলেকসান্দার স্টাব বেইজিং সফর করেন। সফরকালে তিনি চায়না মিডিয়া গ্রুপের সিজিটিএন-কে একটি বিশেষ সাক্ষাত্কার প্রদান করেন।

সাক্ষাত্কারে স্টাব বলেন, ৭৪ বছর আগে ফিনল্যান্ড চীনের সাথে কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলে এবং দু’দেশের মধ্যে বাণিজ্যিক যোগাযোগও তখন থেকেই শুরু হয়। দু’দেশের মধ্যে  বরাবরই পারস্পরিক আস্থা দৃঢ়। বাণিজ্য, ব্যবসা ও উদ্ভাবনের ক্ষেত্রে দু’দেশের সহযোগিতা ক্রমাগত উন্নত হচ্ছে। এ পর্যন্ত চীনে বিনিয়োগকারী ফিনিস কোম্পানির সংখ্যা ২৫০টি। দু’দেশের ১০টিরও বেশি সরকারি সহযোগিতা থেকে সুফল অর্জিত হয়েছে

তিনি আরও বলেন, চীন ‘কৌশল, ধৈর্য ও প্রজ্ঞা’-সমৃদ্ধ একটি বড় দেশ। চীন অনেক মহা পরিকল্পনা তুলে ধরেছে; যেমন, বিশ্ব উন্নয়ন পরিকল্পনা এবং ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগ। চীন-ফিনল্যান্ড মৈত্রী ভবিষ্যতে আরও গভীর হবে।  

উল্লেখ্য, চীনের সাথে সরকারি বাণিজ্যচুক্তি স্বাক্ষরকারী প্রথম পশ্চিমা দেশ হচ্ছে ফিনল্যান্ড। চীন টানা অনেক বছর ধরে এশিয়ায় ফিনল্যান্ডের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার ছিল। আর, ফিনল্যান্ড হলো উত্তর ইউরোপে চীনের তৃতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। (ছাই/আলিম/ওয়াং হাইমান)