নভেম্বর ২, সিএমজি বাংলা ডেস্ক: জাতিসংঘ শান্তি মিশনে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ চীনের ১৪তম শান্তিরক্ষা প্রকৌশল ও চিকিৎসা দলের ৩০০ জনেরও বেশি সদস্যকে জাতিসংঘ শান্তি পদক প্রদান করা হয়েছে। দক্ষিণ সুদানে শান্তি, স্থিতিশীলতা, উন্নয়ন এবং মানবতাবাদী কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সম্প্রতি এ পদক দেওয়া হয়।
দক্ষিণ সুদানে ১৪তম শান্তিরক্ষা প্রকৌশল ও চিকিৎসা দলের সদস্য চিয়া চিয়ানওয়েই বলেন, গত এক বছরে আমাদের চীনা শান্তিরক্ষা ইঞ্জিনিয়াররা যে কঠোর পরিশ্রম করেছেন তার একটি উচ্চ স্বীকৃতি, পাশাপাশি চীনা সৈন্যদের সক্রিয়ভাবে শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের জন্য উৎসাহ এবং প্রশংসার স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার দেওয়া হয়েছে । আমরা সবসময় চীনা মানদণ্ড বজায় রাখব, চীনের ছবি তুলে ধরবো এবং আমাদের শান্তিরক্ষা মিশনকে বিশ্বাসের সঙ্গে পূরণ করব।
চীনের এই শান্তিরক্ষী দলের সদস্যরা দক্ষিণ সুদানের জনগণের সেবায় নিজেদের সম্পূর্ণরূপে নিবেদিত করেছেন। তারা অত্যন্ত কঠিন পরিস্থিতিতেও নিরলসভাবে কাজ করেছেন এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
শুভ/ফয়সল
তথ্য ও ছবি: সিসিটিভি