নভেম্বর ২, সিএমজি বাংলা ডেস্ক: বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় নির্মিত দক্ষিণ-পশ্চিম চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের দাতাং বাসু বায়ুবিদ্যুৎ প্রকল্প বৃহস্পতিবার থেকে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করেছে।
সিচাংয়ের দক্ষিণ-পূর্বে অবস্থিত প্রকল্পটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৫ হাজার ২০০ মিটার উঁচুতে এবং এর টারবাইন ঘুরছে ৫ হাজার ৩০৫ মিটার উচ্চতায়।
এ প্রকল্পে মোট ২০টি বায়ু টারবাইন রয়েছে। প্রতিটির উচ্চতা ১১০ মিটার এবং একটি রোটারের ব্যাস ১৯৫ মিটার। সুইপিং ব্লেডগুলো তিন হেক্টরের বেশি এলাকা কভার করে, যা চারটি ফুটবল মাঠের চেয়েও বড়। একটি টারবাইনের প্রতি ঘূর্ণনে সাড়ে ৯ কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ তৈরি হচ্ছে এতে।
প্রকল্পটি বছরে ২২ কোটি ৩০ লাখ কিলোওয়াট-ঘণ্টা পরিবেশবান্ধব বিদ্যুৎ তৈরি করবে বলে আশা করা হচ্ছে, যাতে প্রায় ৭৩ হাজার ১০০ টন কয়লা সাশ্রয় হবে। সেই সঙ্গে কার্বন ডাই অক্সাইড নির্গমন কমবে ১ লাখ ৮২ হাজার ৮০০ টন। ২ লাখ ৩০ হাজার বাসিন্দার বার্ষিক বিদ্যুতের চাহিদাও মেটাবে এই বায়ুবিদ্যুৎ প্রকল্প।
ফয়সল/নাহার
তথ্য ও ছবি: সিসিটিভি