নভেম্বর ২, সিএমজি বাংলা ডেস্ক: চীনের মহাকাশ মিশন শেনচৌ ১৮‘র মহাকাশচারীরা শুক্রবার নতুন আগত শেনচৌ-১৯ ক্রুদের কাছে থিয়ানকং মহাকাশ স্টেশনের নিয়ন্ত্রণ হস্তান্তর করেছেন। এরপর পৃথিবীতে ফিরে আসার প্রস্তুতি নিতে শুরু করেছেন তারা।
বুধবার শেনচৌ-১৯ ক্রু ছাই সু জ্য, সং লিং তোং ও ওয়াং হাও চ্যকে নিয়ে সফলভাবে তাদের গন্তব্যে পৌঁছে স্পেসশিপ।
শুক্রবার, ক্রুরা মূল মডিউলে একটি হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করেন। শেনচৌ-১৮ মহাকাশচারী ইয়ে কুয়াংফু, লি ছোং ও লি কুয়াংসু নতুন তিনজনের হাতে চাবি হস্তান্তর করে কিছু নথিতে স্বাক্ষর করেন।
এ সময় শেনচৌ-১৮ মিশন কমান্ডার ইয়ে কুয়াংফু বলেন, আমরা একটি রিলে ব্যাটন হিসেবে আপনার কাছে মহাকাশ স্টেশনের চাবি দিয়েছি। আমরা বিশ্বাস করি আপনারা মহাকাশ স্টেশনটিকে আরও ভালো করে তুলবেন।
এরপর শেনচৌ-১৯ এর মিশন কমান্ডার ছাই সু জ্য আশ্বাস্ত করে বলেন, তারা মহাকাশ স্টেশনের ভালো যত্ন নেবেন।
ছয় মাস অবস্থানের পর শেনচৌ-১৮ ক্রুরা সোমবার মহাকাশযানে চড়ে পৃথিবীর উদ্দেশ্যে রওনা হবেন।
উত্তর চীনের ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের তংফেং ল্যান্ডিং সাইটটি নভোচারীদের স্বাগত জানাতে প্রস্তুত হচ্ছে।
ফয়সল/নাহার
তথ্য ও ছবি: সিসিটিভি