চীনের ৪১তম অ্যান্টার্কটিক অভিযান শুরু
2024-11-02 17:16:57

 

নভেম্বর ২, সিএমজি বাংলা ডেস্ক: চীনের ৪১তম অ্যান্টার্কটিক অভিযাত্রী দল শুক্রবার যাত্রা শুরু করেছে। তাদের এ মিশন প্রায় সাত মাস স্থায়ী হবে বলে আশা করা হচ্ছে।

 

সামনের মাসগুলোয় গবেষকরা অ্যান্টার্কটিকার ছিনলিং স্টেশনের জন্য সহায়ক কিছু অবকাঠামো তৈরি করবেন।

 

এ ছাড়া অ্যান্টার্কটিকার বাস্তুতন্ত্রে জলবায়ু পরিবর্তনের প্রভাব বিশ্লেষণ করবেন এবং আন্তর্জাতিক গবেষণা ও লজিস্টিক সহযোগিতা পরিচালনা করবেন।

 

অভিযানটি তিনটি জাহাজ দ্বারা পরিচালিত হবে, যার মধ্যে রয়েছে গবেষণা আইসব্রেকার সুয়েলং ও সুয়েলং ২। সঙ্গে থাকছে কার্গো জাহাজ ইয়োং শেং।

 

ফয়সল/নাহার

 

তথ্য ও ছবি: সিসিটিভি