নভেম্বরে চীনা বক্স অফিসে ঝড় তুলবে ৪০টিরও বেশি সিনেমা
2024-11-02 17:20:49

 

নভেম্বর ২, সিএমজি বাংলা ডেস্ক: নভেম্বরে চীনজুড়ে মুক্তি পেতে চলেছে ৪০টিরও বেশি নতুন সিনেমা। এতে করে এক নতুন উচ্চতায় পৌঁছাবে চীনা বক্স অফিস। চীনের সিনেমা দর্শকরাও এ মাসে পাবেন অডিও- ভিজ্যুয়াল উৎসবের এক অন্যরকম আবহ।

 

এরইমধ্যে মুক্তি পেয়েছে হংকং অভিনেতা অ্যান্ডি লাউ এবং ক্যারেন মোক অভিনীত ডিজাস্টার ফিল্ম সিসিয়াম ফলআউট।

 

ক্রাইম, সাসপেন্স পছন্দ যাদের তাদের জন্য থাকছে ‘উইদিন’, ‘আ কভার-আপ‘ ও ‘আ লং শট’।

 

কমেডি রোম্যান্স ‘হার স্টোরি’ মুক্তি পাবে ২২ নভেম্বর। এক সিঙ্গেল মায়ের গল্প এটি, যিনি একটি নতুন বাড়িতে যাওয়ার পর প্রতিবেশীর কাছ থেকে পান সান্ত্বনা ও উষ্ণ সান্নিধ্য।

 

হংকং-প্রযোজিত ড্রামা ঘরানার সিনেমা ‘লাভ লাইস’। হংকংয়ের মধ্য-শরৎ উৎসবে বক্স অফিসে জয়ী হয়েছে এটি। চীনের মূল ভূখণ্ডের প্রেক্ষাগৃহে দেখা যাবে ১৫ নভেম্বর থেকে।

 

আমদানি করা সিনেমার মধ্যে ডোয়াইন জনসন এবং ক্রিস ইভান্স অভিনীত অ্যাকশন-প্যাকড কমেডি রেড ওয়ান মুক্তি পাবে ৮ নভেম্বর।

 

আমেরিকায় প্রিমিয়ারের ২ দিন পর ডিজনির এনিমেশন মোয়ানা ২ দেখা যাবে ২৯ নভেম্বর থেকে।

 

১৯৯৪ সালে নির্মিত লুক বেসোঁর ফরাসি ক্রাইম ফিল্ম লিওঁ এবার চীনা ভক্তরা বড় পর্দায় দেখবেন এ মাসেই।

 

বক্স অফিস ট্র্যাকার তেংথার তথ্যানুসারে, মঙ্গলবার পর্যন্ত চীনের বক্স অফিস আয় ৩৮ বিলিয়ন ইউয়ান (৫৩০ কোটি ডলার) ছাড়িয়েছে।

 

ফয়সল/নাহার

 

তথ্য ও ছবি: সিসিটিভি