নভেম্বর ২: ‘সম্প্রীতিতে বসবাস ও যৌথ উন্নয়ন’ শীর্ষক বৈশ্বিক সাংস্কৃতিক ফোরাম, চীনের চ্যচিয়াং প্রদেশের থাইচৌ শহরের থিয়ান থাই জেলায় অনুষ্ঠিত হয়েছে। চীনের গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের ভাইস-চেয়ারম্যান এবং মিনচিন পার্টির কেন্দ্রীয় কমিটির স্থায়ী কমিটির ভাইস-চেয়ারম্যান চু ইয়ুং সিন ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে তিনি বলেন, “নতুন ঐতিহাসিক সূচনাবিন্দুতে দাঁড়িয়ে, আমাদেরকে অবশ্যই জনগণের অবস্থান মেনে চলতে হবে, চীনা সংস্কৃতির উত্তরাধিকারী হতে হবে, চীনা জাতির আধুনিক সভ্যতা গড়ে তুলতে হবে, সাংস্কৃতিক আত্মবিশ্বাস জোরদার করতে হবে, এবং চীনের সাথে অন্যান্য দেশের সাংস্কৃতিক আদান-প্রদান গভীরতর করতে হবে।”
(ওয়াং হাইমান/আলিম/ছাই)