নভেম্বর ২: গাজা উপত্যকায়, ফিলিস্তিনি ইসলামি প্রতিরোধ আন্দোলন (হামাস)-এর পলিটব্যুরোর প্রবীণ সদস্য ইজদিন কাসাবকে হত্যা করা হয়েছে। ইসরাইয়েলি সশস্ত্রবাহিনী গতকাল (শুক্রবার) এক বিবৃতিতে এ দাবি করে।
বিবৃতিতে বলা হয়, মিস্টার কাসাব গাজা উপত্যকায় হামাস ও অন্যান্য দলগুলোর মধ্যে কৌশলগত ও সামরিক সম্পর্ক বজায় রাখার জন্য দায়িত্বপ্রাপ্ত ছিলেন। ইসরায়েলি বাহিনীর ওপর হামলার আদেশ দেওয়ার অধিকার তাঁর ছিল।
একই দিন ইসরাইয়েলি বাহিনী কর্তৃক প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, একটি গাড়ি ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয় এবং এতে কাসাব ও তার একজন সহযোগী নিহত হন। (ওয়াং হাইমান/আলিম/ছাই)