চুহাই এয়ারশোতে এসেছে চীনা বিমানবাহিনীর যুদ্ধবিমান
2024-11-02 19:10:36

 

নভেম্বর ২, সিএমজি বাংলা ডেস্ক: চীনা বিমানবাহিনীর প্রধান যুদ্ধবিমান বহরের প্রথম ব্যাচ শনিবার দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের চুহাই চিনওয়ান বিমানবন্দরে ১৫তম চীন আন্তর্জাতিক বিমান ও মহাকাশ প্রদর্শনী বা চুহাই এয়ারশোতে পৌঁছেছে।

 

জে-১০সি নামের একটি মাল্টিরোল ফাইটার জেট এসেছে এবারের প্রদর্শনী। উন্নত এয়ার-টু-এয়ার এবং এয়ার-টু-গ্রাউন্ড অস্ত্রে সজ্জিত এ ফাইটারটি এই বছরের এয়ারশোর অন্যতম আকর্ষণ। এর সঙ্গে জে-২০ ও জে-১৬’কে একযোগে ‘চীনের আকাশের তিন মাস্কেটিয়ার’ বলা হয় ।

 

১২ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত এয়ারশোটি অনুষ্ঠিত হবে। ৪৭টি দেশ ও অঞ্চলের ১০২২টি সংস্থা এতে অংশ নেবে। রাশিয়া, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও ইতালির বহরও দ্বিবার্ষিক এ অ্যারোস্পেস বাণিজ্য প্রদর্শনীতে অংশ নেবে।

 

রাশিয়ার ওয়ারিয়র অ্যারোবেটিক দল আট বছর অনুপস্থিতির পর এ প্রদর্শনীতে প্রত্যাবর্তন করবে। চীনের এয়ারশোর তারকা হিসেবে চুহাইতে আসবে বিমানবাহিনীর বেই ও হংইং অ্যারোবেটিক দল।

 

চীনা বহরের নতুন সামরিক বিমান মডেলগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ করার একটি সুযোগ দেয় রপ্তানিমুখী আন্তর্জাতিক চুহাই এয়ারশো।

 

ফয়সল/মিম

 

তথ্য ও ছবি: সিসিটিভি