নতুন আইসিবিএম উৎক্ষেপণ আত্মরক্ষারমূলক: উত্তর কোরিয়া
2024-11-02 16:44:49

নভেম্বর ২: নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম)-এর পরীক্ষামূলক উত্ক্ষেপণ ছিল আত্মরক্ষামূলক ও বৈধ। উত্তর কোরিয়ার জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে চ্যালেঞ্জকারী এবং কোরীয় উপদ্বীপে শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করার চক্রান্তে লিপ্ত শত্রুদের অপতত্পরতার বিরুদ্ধে এ পরীক্ষা। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনৈক মুখপাত্র গতকাল (শুক্রবার) এক বিবৃতিতে এ কথা বলেন।

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও তার দোসররা উত্তর কোরিয়ার সার্বভৌমত্ব পরিপন্থি অপতত্পরতা চালিয়ে যাচ্ছে এবং সম্প্রতি কোরীয় উপদ্বীপের কাছাকাছি এলাকায় যৌথ বিমান-মহড়া চালিয়েছে। এটি জাতিসংঘের সংবিধান ও অন্যান্য স্বীকৃত আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য একটি গুরুতর চ্যালেঞ্জস্বরূপ। উত্তর কোরিয়া এর তীব্র নিন্দা জানায়। (ছাই/আলিম/ওয়াং হাইমান)