বিদেশি বিনিয়োগে উৎপাদন খাত উন্মুক্ত করেছে চীন
2024-11-02 17:22:05

 

নভেম্বর ২, সিএমজি বাংলা ডেস্ক: উৎপাদন খাতে বিদেশি বিনিয়োগকারীদের জন্য বাজারে প্রবেশাধিকারের যাবতীয় বিধিনিষেধ সরিয়ে দিয়েছে চীন। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। সম্প্রতি চীনের উন্নয়ন সংস্থার সূত্রে জানা গেছে এ খবর।

 

বিদেশি বিনিয়োগের জন্য জাতীয় নেতিবাচক তালিকার নতুন সংস্করণ কার্যকর হয়েছে শুক্রবার থেকে। আগের তালিকার অবশিষ্ট দুটি উৎপাদন সম্পর্কিত আইটেম ওই তালিকা থেকে বাতিল করা হয়েছে।

 

এতে করে সর্বশেষ তালিকায় বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিধিনিষেধযুক্ত ক্ষেত্রের সংখ্যা ২৯টিতে দাঁড়িয়েছে।

 

বিদেশি বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত করা নতুন দুটি আইটেম হলো প্রকাশনা মুদ্রণ, ঐতিহ্যবাহী চীনা ওষুধ প্রক্রিয়াকরণ কৌশল এবং চীনা ওষুধের প্রেসক্রিপশনের স্বত্বাধিকার।

 

ঐতিহ্যবাহী চীনা ওষুধ বা টিসিএম শিল্প চীনের একটি অনন্য সম্পদ এবং এ খাত এখন বিদেশি বিনিয়োগের আগমনের জন্য প্রস্তুত। এতে করে এ খাতে প্রতিযোগিতার হাত ধরে নতুন আবিষ্কারের সংখ্যা বাড়বে বলেও ধারণা করছেন চীনা বিশেষজ্ঞরা।

 

সাম্প্রতিক বছরগুলোয় চীন তার উচ্চপ্রযুক্তি উৎপাদনে ধারাবাহিকভাবে বিদেশি বিনিয়োগের প্রবৃদ্ধি দেখেছে। এই বছরের প্রথম ৯ মাসে, চিকিৎসা সরঞ্জাম এবং যন্ত্র উৎপাদন শিল্প, কম্পিউটার এবং অফিস সরঞ্জাম উৎপাদন খাতে বিদেশি বিনিয়োগের ব্যবহার যথাক্রমে ৫৭ দশমিক ৩ শতাংশ এবং ২৯ দশমিক ২ শতাংশ বেড়েছে।

 

ফয়সল/নাহার

 

তথ্য ও ছবি: সিসিটিভি