নভেম্বর ২, সিএমজি বাংলা ডেস্ক: অক্টোবরে ১৮টি নতুন আন্তর্জাতিক এয়ার কার্গো রুট চালু করেছে চীন। প্রাথমিকভাবে এশিয়া ও ইউরোপের দেশগুলোয় চালু হবে রুটগুলো।
সম্প্রতি চায়না ফেডারেশন অব লজিস্টিকস অ্যান্ড পার্চেজিং জানিয়েছে, নতুন রুটের মধ্যে আটটি ইউরোপ, সাতটি অন্যান্য এশীয় দেশ এবং তিনটি উত্তর আমেরিকার জন্য। এতে মোট ১৪টি এয়ারলাইন কোম্পানি জড়িত এবং তাদের মধ্যে সাতটিই চীনের। বেশিরভাগ কার্গো নিয়োজিত থাকবে আন্তঃসীমান্ত ই-কমার্স পণ্য, পচনশীল পণ্য ও ইলেকট্রনিক্স সরবরাহের কাজে।
নতুন রুটগুলোয় সপ্তাহে কমপক্ষে ৩০টি রাউন্ড-ট্রিপ কার্গো ফ্লাইট পরিচালিত হবে।
বৃহস্পতিবার পর্যন্ত চীন ৪০০টিরও বেশি সাপ্তাহিক রাউন্ড-ট্রিপ ফ্লাইটসহ এই বছর ১৪৫টি নতুন আন্তর্জাতিক এয়ার কার্গো রুট চালু করেছে।
ফয়সল/নাহার
তথ্য ও ছবি: সিসিটিভি