নভেম্বর ২: যুক্তরাষ্ট্র ইউক্রেনকে আরও ৪২ কোটি ৫০ লাখ ডলারের সামরিক-সহায়তা দেবে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল (শুক্রবার) এ তথ্য প্রকাশ করে।
মন্ত্রণালয় প্রকাশিত তালিকা অনুসারে, ইউক্রেনকে নতুন দফা সামরিক-সহায়তা হিসেবে যেসব অস্ত্র দেওয়া হবে, সেগুলোর মধ্যে রয়েছে: এফআইএম-৯২ এয়ার ডিফেন্স মিসাইল, ‘ন্যাশনাল অ্যাডভান্সড সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম’-এর গোলাবারুদ, ‘এম১৪২ হাইমাস’ মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেমের গোলাবারুদ, বিজিএম-৭১ টো অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল, ইত্যাদি।
বিবৃতি অনুসারে, ২০২১ সালের আগস্ট থেকে এটি হবে ইউক্রেনকে দেওয়া যুক্তরাষ্ট্রের ৬৯তম সামরিক-সহায়তা। এ পর্যন্ত বাইডেন প্রশাসন ইউক্রেনকে প্রায় ৬০.৪ বিলিয়ন ডলারের সামরিক-সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
(অনুপমা/আলিম/ছাই)