ইউক্রেনে শান্তি প্রচেষ্টায় বাধা না দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে চীন
2024-11-01 17:32:09

নভেম্বর ১, সিএমজি বাংলা ডেস্ক: ইউক্রেন সংকটে শান্তির পথে বাধা না দেয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত চীনের উপস্থায়ী প্রতিনিধি কেং শুয়াং। কিয়েভে মার্কিন নেতৃত্বে অস্ত্র সরবরাহ অব্যাহত থাকায় বৃহস্পতিবার এই আহ্বান জানান কেং।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে কেং বলেন, তাৎক্ষণিক অগ্রাধিকার হল যুদ্ধক্ষেত্রের স্পিলওভার না হওয়া, শত্রুতা বৃদ্ধি না করা,  উত্তেজনা কমানো এবং সংকটের রাজনৈতিক সমাধানের জন্য কোনও পক্ষের দ্বারা কোনও উসকানি না দেওয়া নীতিগুলো মেনে চলা। তিনি বলেন, চীন সংঘাতে জড়িত সকল পক্ষকে রাজনৈতিক সদিচ্ছা প্রদর্শন এবং যত তাড়াতাড়ি সম্ভব শান্তি আলোচনায় যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে।  তিনি এই প্রক্রিয়ার জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করতে এবং গঠনমূলক সহায়তা প্রদানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

কেং জোর দিয়ে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রই ইউরোপে নিরাপত্তা উত্তেজনা বাড়াচ্ছে, আস্থার ঘাটতি বাড়িয়েছে এবং বিভাজনমূলক সংঘর্ষের প্রচার করছে।

তিনি আরও বলেন, সংঘাত শুরু হওয়ার পরে, মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধক্ষেত্রে অস্ত্র প্রেরণ অব্যাহত রেখেছে, খোলাখুলিভাবে রাশিয়াকে দুর্বল ও পরাজিত করার পক্ষে ওকালতি করেছে। যুক্তরাষ্ট্র নিজের  ভূ-রাজনৈতিক কৌশলকে নির্লজ্জভাবে প্রকাশ করেছে বলেও অভিযোগ করেন কেং।  

শান্তা/ফয়সল