রোবট খেলে ফুটবল
2024-11-01 17:31:18

নভেম্বর ১, সিএমজি বাংলা ডেস্ক: চীনের শানতোং প্রদেশের ছিংতাও শহরে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে রোবটদের ফুটবল প্রতিযোগিতা। রোবোকাপ এশিয়া-প্যাসিফিক ২০২৪ নামের ওই টুর্নামেন্টে বিশ্বের ২০টির বেশি দেশ ও অঞ্চলের ২০০টি দল অংশগ্রহণ করে।

রোবটরা ফুটবলের নিয়ম মেনে রীতিমতো হাড্ডাহাড্ডি লড়াই চালায় গোল করার জন্য। মানুষ দর্শক-সমর্থকরা তুমুল উৎসাহে তাদের নিজের নিজের  প্রিয় দলকে সমর্থন জানায়।

শান্তা/ফয়সল