নভেম্বর ১, সিএমজি বাংলা ডেস্ক: চীন জুড়ে এখন শুধু রঙ আর রঙ। গাছের পাতায় পাতায় হেমন্ত ঋতুর বর্ণিল আভা। শীত যখন দুয়ারে তখন প্রকৃতি সেজে উঠেছে অপরূপ সাজে। গিংকো গাছে এখন সোনালি পাতার বাহার। চিয়াংসু প্রদেশের খুনশান পার্কে অটাম-দৃশ্য দেখতে পর্যটকদের ভিড়।
ছোংছিং পৌর এলাকার উশান কাউন্টির উসিয়া গিরিখাত বা গর্জে ইয়াংজি নদীর তীরবর্তি এলাকায় পর্যটকরা যাচ্ছেন। এটি চীনের বিখ্যাত থ্রি গর্জেসের অন্যতম।
বেইজিং এর অলিম্পিক ফরেস্ট পার্কে দর্শকরা যাচ্ছেন প্রকৃতির হেমন্তকালীন রূপ দেখতে।
আনহুই প্রদেশের হুয়াংশান সিটির শ্যসিয়ান কাউন্টির দর্শনীয় স্থানগুলোতে ভিড় করেছেন প্রকৃতিপ্রেমীরা।
হুনান প্রদেশের হ্যংইয়াং সিটির হ্যংশান কাউন্টির নজরকাড়া বর্ণিল শোভা আকৃষ্ট করছে পর্যটকদের। হ্যনান প্রদেশের ছিংইয়াং সিনিক স্পটের হেমন্তকালীন প্রকৃতির শোভাও অনন্য।
শান্তা/ফয়সল