‘বিজনেস টাইম’
2024-11-01 10:52:01

‘বিজনেস টাইম’

পর্ব- ৩৭

চীন ও চীনের বাইরের দুনিয়ার ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি-উন্নয়নের হালচাল নিয়ে নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান ‘বিজনেস টাইম’।

বিজনেস টাইম’ য়ের এই পর্বে থাকছে:

Ø বিশ্বের অন্যতম শক্তিশালী পরাশক্তি হয়ে উঠা  চীনকে নিয়ে থাকছে একটি বিশ্লেষণ

Ø চীনের বাণিজ্যে গতি বাড়াতে অফলাইন ও অনলাইনে পণ্য বিক্রিতে প্রণোদনা ও ছাড়

Ø বিশ্বের অন্যতম শক্তিশালী পরাশক্তি হয়ে উঠা  চীনকে নিয়ে থাকছে একটি বিশ্লেষণ

গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭৫ বছর উৎযাপন করেছে দেশটি। বিগত ৭৫ বছরে চীন বিশ্বের শক্তিশালী পরাশক্তি হয়ে উঠেছে। চীনের এই উন্নয়ন অগ্রগতি সবার নজর কেড়েছে। দেশটির এই সফলতা নিয়ে বিশ্লেষণ বাংলাদেশ ইন্সটিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ-বিআইডিএসের গবেষণা পরিচালক ড. এস এম জুলফিকার আলী।

Ø চীনের বাণিজ্যে গতি বাড়াতে অফলাইন ও অনলাইনে পণ্য বিক্রিতে প্রণোদনা ও ছাড়

কথায় বলে আয় বুঝে ব্যয় করো, তবে চীন দেশের গল্পটা সেখানেই যেনো আলাদা। যেখানে উৎসব কেন্দ্রিক ব্যয় বাড়াতে উৎসাহিত করা হয়, সময়ভেদে নেয়া হয় নানা পদক্ষেপ।

এরই অংশ হিসেবে সরকার প্রচুর প্রণোদনা দিচ্ছে আতিথেয়তা এবং ক্যাটারিং খাতে। পাশাপাশি মুঠোফোন সহ প্রযুক্তিগত কেনাকাটাতেও দেয়া হচ্ছে বিশেষ ছাড়।

ছোংছিং প্রদেশ গেল মাসে ক্যাটারিং খাতে সম্ভাব্য আয় প্রকাশ করেছে। তারা তাদের মূল ব্যবসায়িক কেন্দ্রগুলোতে ৩৬০টি নতুন খাবার চালুর করার মাধ্যমে মানুষের বেশ সাড়া পেয়েছে।  এমনকি পর্যটনকে উত্সাহিত করতে এবং বিক্রয় বাড়াতে নিজস্ব শপিং গলিও তৈরি করা হয়েছে।

অক্টোবরে দেশের বিভিন্ন স্থানে নতুন রাউন্ডের কনজাম্পশন ভাউচার জারি করা হয়। শাংহাইতে ক্যাটারিং, আবাসন, চলচ্চিত্র এবং খেলাধুলা কভার করে এমন ক্ষেত্রগুলো অন্তর্ভুক্ত করা হয়।  

এরইমধ্যে তরুণ ভোক্তাগোষ্ঠীকে বিশেষভাবে দেখছে মধ্য চীনের হুবেই প্রদেশ। যেধরণের পণ্যে তরুণদের চাহিদা বেশি এসবকে প্রাধান্য দেয়া হচ্ছে। 

মোবাইল ফোন, ডিজিটাল ক্যামেরা এবং স্টাডি মেশিন সহ ছয়টি বিভাগে সর্বাধিক ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। কারণ এসবে তরুণদের চাহিদা বেশি।

স্থানীয় প্রশাসন বলছে, আধুনিক ভোক্তা কুপন চালু করায় মোবাইল ফোন বিক্রির পরিমাণ শতভাগ বেড়েছে। ডিজিটাল এবং ব্লুটুথ হেডসেটগুলো গত বছরের ডেটার তুলনায় ৬০ শতাংশের বেশি বেড়েছে বলে জানায় সংশ্লিষ্টরা। এই বছরের শুরু থেকে, হুবেই প্রদেশ ডিজিটাল পণ্য ক্রয়ের জন্য ১২০ মিলিয়ন ইউয়ান মূল্যের ব্যয় কুপন বিতরণ করেছে প্রাদেশিক সরকার।

এদিকে,  ভোক্তাদের এই ব্যয় বাড়ানো কার্যক্রমের অংশ হিসেবে নভেম্বরের ডাবল ইলেভেন অনলাইন শপিং ফেস্টিভ্যালকে কেন্দ্রকরে বিশেষ প্রচারণা চালানোর কথা জানিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। 

প্রতিবেদন: রওজায়ে জাবিদা ঐশী

সম্পাদনা:  শাহানশাহ রাসেল

প্রযোজনা ও  উপস্থাপনা: শাহানশাহ রাসেল

অডিও সম্পাদনা: নাজমুল হক রাইয়ান

সার্বিক তত্ত্বাবধান: ইউ কুয়াং ইউয়ে আনন্দী