নভেম্বর ১: জার্মানি ও ইরানের দ্বৈত নাগরিক জামশিদ শারমাহদের মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য জার্মানিতে ইরানের সকল কনসুলেট বন্ধ করা হবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক। জার্মানির ‘ফ্রাঙ্কফুর্টার অ্যালজেমেইন জেইতুং’সহ বেশ কয়েকটি তথ্য মাধ্যম জানিয়েছে গতকাল (বৃহস্পতিবার) তিনি এ ঘোষণা দেন। ইরান এ বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি।
জানা গেছে, ২০০৮ সালে ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর শিরাজে মসজিদে বোমা হামলার জন্য শারমাহদ দায়ী করা হয়। এ ছাড়াও ইরানের বিরুদ্ধে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলার পরিকল্পনার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।
(প্রেমা/হাশিম/লিলি)