বিশ্বের বহু এলাকায় খাদ্যশস্যের সংকট অব্যাহতভাবে বাড়ছে: জাতিসংঘ
2024-11-01 15:13:42

নভেম্বর ১: জাতিসংঘের খাদ্যশস্য সংস্থা ও বিশ্ব খাদ্যশস্য পরিকল্পনা ব্যুরোর যৌথ উদ্যোগে ‘ক্ষুধা কবলিত এলাকায় খাদ্যশস্যের গুরুতর সংকটের পূর্বাভাস প্রতিবেদন’ প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, আগামি ছয় মাসে বিশ্বের বহু এলাকায় খাদ্যশস্যের সংকট অব্যাহতভাবে বাড়বে।

বর্তমানে বিশ্বের ২২টি দেশ ও অঞ্চল ক্ষুধা কবলিত এলাকায় অন্তর্ভুক্ত রয়েছে। আগামি ছয় মাসে আঞ্চলিক সংঘর্ষ, অর্থনৈতিক সংকট ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে এ সব এলাকায় খাদ্যশস্যের অভাব গুরুতর হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিন, সুদান, দক্ষিণ সুদান, হাইতি ও মালি ভয়াবহ খাদ্যশস্যের সংকটের সম্মুখীন হয়েছে। যদি মানবিক ত্রাণ ও সামগ্রী না পাঠানো হয় এবং খাদ্যশস্যের সংকট দূর করা না হয়, এবং সংশ্লিষ্ট এলাকার সংঘর্ষ বন্ধ না করা হয়, তাহলে এসব এলাকা আরো কঠোর দুর্ভিক্ষের হুমকির সম্মুখীন হবে।

তাছাড়া, লানিনা চরম আবহওয়ার প্রভাবে এসব ক্ষুধা কবলিত এলাকার কৃষি উত্পাদনে হুমকি সৃষ্টি করবে। নাইজেরিয়া ও দক্ষিণ সুদানে বন্যার দুর্যোগ ঘটার সম্ভাবনাও বেড়ে যাবে, ইথিওপিয়া, কেনিয়া ও সোমালিতে খরার অবস্থা আরো গুরুতর হবে, ফলে স্থানীয় অঞ্চলের খাদ্যশস্যের উত্পাদন আরো দুর্বল হয়ে যাবে।

(সুবর্ণা/হাশিম/রুবি)