নভেম্বর ১: বৃহস্পতিবার বিকালে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র চাং সিয়াও কাং বেইজিংয়ে জানান, চীন একাধিকবার ফিলিপিন্সে যুক্তরাষ্ট্রের মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনের দৃঢ় বিরোধিতা করেছে।
তিনি জানান, যুক্তরাষ্ট্র ‘টাইফুন অস্ত্র ব্যবস্থা’ গবেষণা করছে। আধিপত্যবাদ রক্ষার টুল হিসেবে ব্যবস্থাটি ব্যবহার করছে। এতে সংশ্লিষ্ট অঞ্চল যুদ্ধের ঝুঁকিতে পড়েছে। এতে প্রমাণিত হয়েছে যে, যুক্তরাষ্ট্র হচ্ছে শান্তি নষ্টকারী এবং সংঘর্ষ সৃষ্টিকারী।
আসলে, ফিলিপিন্সে অনেকে যুক্তরাষ্ট্রের এ আচরণের বিরোধিতা করেন। ফিলিপিন্স সরকারের উচিত প্রকৃত অর্থে জনগণের কথা শোনা এবং বিপজ্জনক কর্মকাণ্ড বন্ধ করা।
(আকাশ/তৌহিদ/ফেইফেই)