নভেম্বর ১: অক্টোবর ৩১ বিশ্ব শহর দিবস। সম্প্রতি বাংলাদেশের চীন গবেষণা কেন্দ্রের বাংলাদেশ পক্ষের পরিচালক সামসাদ মর্তূজা বলেছেন, ট্রাফিক জ্যাম, বায়ু দূষণ ও দুর্বল বর্জ্য ব্যবস্থাপনার সমস্যা মোকাবেলায় চীনের নগরায়ণ অভিজ্ঞতা থেকে বাংলাদেশের শিক্ষা নেয়া উচিত।
তিনি অনেক বার চীনে সফর করেছেন। চীনা শহর সম্পর্কে তিনি বলেন, একটি গভীর সাংস্কৃতিক প্রাচীন নগর বেইজিংয়ে অনেক ঐতিহাসিক পুরাকীর্তি নিদর্শন সংরক্ষিত হয়েছে। শাংহাই একটি আধুনিক নগর এবং খুনমিংয়ের জীবন অবকাশের, আর জলবায়ু বাংলাদেশের মতো।
সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের নগরে জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ঢাকার মতো শহর আন্তর্জাতিক নগরের দিকে উন্নয়ন হচ্ছে এবং অনেক গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণ করা হয়েছে। এ সব কারণে নগরায়ণ কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে।
তিনি আরো বলেন, চীনা নগরের জ্বালানি ব্যবস্থাপনা থেকেও বাংলাদেশের শিক্ষা নেওয়া উচিত, বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারের বিষয়ে। এ ছাড়া শহুরে আলো শক্তি সঞ্চয়েও ঢাকা, চীনের শহরগুলোর কাছে থেকে শিখতে পারে।
(প্রেমা/হাশিম/লিলি)