নভেম্বর ১, সিএমজি বাংলা ডেস্ক: বাবা মা ও সন্তানের মধ্যে সম্পর্ক বাড়াতে মজার খেলার আয়োজন করেছে কিন্ডারগার্টেন কর্তৃপক্ষ। চীনের শানতোং প্রদেশের ছিংতাও শহরের একটি কিন্ডারগার্টেন স্কুলে সম্প্রতি মজার খেলার আয়োজন করে।
এই আয়োজনে বিভিন্ন ইভেন্টে শিশু তার বাবা-মায়ের সঙ্গে মিলে টিম গঠন করে প্রতিযোগিতায় অংশ নেয়। এধরনের আয়োজনের মধ্য দিয়ে শিশুরা যেমন খেলাধুলার আনন্দ উপভোগ করে তেমনি পরিবারের সঙ্গে তার বন্ধনটাও জোরালো হয়।
শান্তা/ফয়সল