নভেম্বর ১: আগামী সপ্তাহে উদ্বোধন করা হবে সপ্তম চীন আন্তর্জাতিক আমদানিমেলা। এ বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান আজ (শুক্রবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, উন্মুক্তকরণের আকার বড় করতে সব পক্ষের সঙ্গে কাজ করে চীন; যাতে চীনা বাজার সবার জন্য কল্যাণ বয়ে আনে।
তিনি বলেন, চীন আন্তর্জাতিক আমদানিমেলা আয়োজন করা চীনের উন্মুক্তকরণ প্রসারিত করার একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা, এবং এটি একটি উন্মুক্ত বিশ্ব অর্থনীতির নির্মাণ জোরালো করার জন্য চীনের ব্যবহারিক পদক্ষেপ। মেলায় অংশগ্রহণকারীর সংখ্যা চীনের অতি-বৃহত্ বাজারের আকর্ষণকে সম্পূর্ণরূপে প্রদর্শন করে, চীনের অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনার প্রতি আন্তর্জাতিক সমাজের দৃঢ় আস্থা প্রতিফলিত করে এবং মুক্ত সহযোগিতার মাধ্যমে পারস্পরিক সুবিধা এবং জয়-জয় ফলাফল অর্জনের জন্য সব পক্ষের অভিন্ন ইচ্ছাকেও প্রদর্শন করে।
মুখপাত্র বলেন, এবার মেলায় ৩৭টি স্বল্পোন্নত দেশকে জাতীয় প্রদর্শনী এবং এন্টারপ্রাইজ প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য সহায়তা দেওয়া হয়েছে। খাদ্য ও কৃষিপণ্য প্রদর্শনী এলাকায় আফ্রিকান পণ্যের জন্য নিবেদিত এলাকাকে আরও প্রসারিত করা হবে, আরও উন্নয়নশীল দেশকে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক বিশ্বায়নের প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে।
(জিনিয়া/তৌহিদ/ফেই)