নভেম্বর ১, সিএমজি বাংলা ডেস্ক: চীন ও ইউরোপের মধ্যে ভ্রমণ সংযোগ জোরদার করার লক্ষ্যে উত্তর-পশ্চিম চীনের শায়ানসি প্রদেশের রাজধানী সিআন এবং ফ্রান্সের প্যারিসের মধ্যে রাউন্ড-ট্রিপ ফ্লাইট বুধবার পুনরায় শুরু হয়েছে।
হাইনান এয়ারলাইন্সের ফ্লাইট এইচ ইউ ৭৯০৭ বুধবার ১৩২ জন যাত্রী নিয়ে প্যারিসের উদ্দেশে সিআন সিয়ানইয়াং আন্তর্জাতিক বিমান বন্দর থেকে যাত্রা শুরু করে।
সিয়ান-প্যারিস রুটের নতুন সময়সূচীতে প্রতি বুধবার ফ্লাইট অন্তর্ভুক্ত রয়েছে, যার একমুখী ফ্লাইট সময় প্রায় সাড়ে এগারো ঘন্টা।
সিআন থেকে ইউরোপে পঞ্চম সরাসরি ফ্লাইট হিসাবে, এই রুটটি উত্তর-পশ্চিম চীনের উন্মুক্তকরণকে আরও উৎসাহিত করে এবং ইউরোপীয় গন্তব্যগুলোর সঙ্গে সিআন বিমানবন্দরের নেটওয়ার্ককে সমৃদ্ধ করে।
শান্তা/ফয়সল