প্রবৃদ্ধি ধরে রেখেছে চীনের সামুদ্রিক অর্থনীতি
2024-11-01 13:56:04

নভেম্বর ১, সিএমজি বাংলা ডেস্ক: ২০২৪ সালের প্রথম ৯ মাসে চীনের সামুদ্রিক অর্থনীতিতে স্থির প্রবৃদ্ধি দেখা গেছে, যার পরিমাণ ছিল ৭ দশমিক ৭ ট্রিলিয়ন ইউয়ান বা প্রায় ১ দশমিক ০৮ ট্রিলিয়ন ডলারেরও বেশি। আগের বছরের একই সময়ের চেয়ে এটি ৫ দশমিক ৪ শতাংশ বেড়েছে। বৃহস্পতিবার চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যে জানা গেছে এ খবর।

৯ মাসে চীনের সমুদ্রের অনুমোদিত অঞ্চল ব্যবহারের পরিমাণও বেড়েছে ৬ দশমিক ৭ শতাংশ। সামুদ্রিক প্রকল্পগুলোতে এ সময় মোট বিনিয়োগের পরিমাণ ছিল ৭৪০ বিলিয়ন ইউয়ান।

অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাসের উৎপাদন যথাক্রমে ৫ দশমিক ৯ ও ৮ দশমিক ৮ বেড়েছে। সেই সঙ্গে সামুদ্রিক শক্তির উৎপাদন স্থিতিশীল রয়েছে এবং উপকূলীয় বায়ু বিদ্যুৎ উৎপাদন বেড়েছে ২৯ দশমিক ৫ শতাংশ। ৯ মাসে চীনের সামুদ্রিক জলজ পণ্যের উৎপাদন বেড়েছে ৪ শতাংশ।

জাহাজ নির্মাণ এবং অর্ডার বৃদ্ধির প্রবণতা ধরে রেখেছে চীন। নতুন অর্ডার, সম্পূর্ণ জাহাজ এবং অন-হ্যান্ড অর্ডার গত বছরের একই সময়ের চেয়ে যথাক্রমে ৪৫ শতাংশ, ৩১ শতাংশ এবং ৩১ শতাংশের কিছু বেশি বেড়েছে। এতে করে বিশ্বব্যাপী জাহাজ নির্মাণ খাতে চীন এখনও নেতৃত্বে রয়েছে।

ফয়সল/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি