চীন-যুক্তরাষ্ট্র আর্থিক কর্মগ্রুপের ষষ্ঠ সম্মেলন অনুষ্ঠিত
2024-11-01 18:39:51

নভেম্বর ১: অক্টোবরে আন্তর্জাতিক তহবিল ও বিশ্ব ব্যাংকের বার্ষিক  সম্মেলনের সময় চীন ও যুক্তরাষ্ট্রের আর্থিক কর্মগ্রুপের ষষ্ঠ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতিত্ব করেছেন চীনের গণ-ব্যাংকের ভাইস গভর্নর সুয়ান ছাং নাং এবং মার্কিন সহকারী অর্থমন্ত্রী ব্রেন্ট নেইমান।

দু’পক্ষ দুই দেশের সামষ্টিক অর্থনৈতিক ও আর্থিক পরিস্থিতি, আর্থিক নীতি, আর্থিক স্থিতিশীলতা এবং তত্ত্বাবধান, পুঁজিবাজার, অর্থপাচার বিরোধী, সন্ত্রাসবাদ বিরোধী অর্থায়ন এবং অন্যান্য আর্থিক নীতির উপর পেশাদার, বাস্তববাদী, অকপট ও গঠনমূলক যোগাযোগ পরিচালনা করেছে। চীনা পক্ষ স্থিতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সমর্থন করার জন্য আর্থিক ব্যবস্থাপনা বিভাগের গৃহীত নীতিগুলোর একটি প্যাকেজ ব্যাখ্যা করেছে। যার মধ্যে রয়েছে চীনের গণ-ব্যাংকের পুঁজিবাজারের স্থিতিশীল উন্নয়নে সহায়তা করায় ব্যবহৃত দুটি সরঞ্জাম, যেমন সিকিউরিটিজ, তহবিল এবং বীমা কোম্পানি ইন্টারচেঞ্জ ইত্যাদি। চীনও প্রাসঙ্গিক বিষয়ে যুক্তরাষ্ট্রকে উদ্বেগ জানিয়েছে।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)