কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪০ বছরে চীন-সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টদ্বয়ের অভিনন্দন
2024-11-01 18:38:31

নভেম্বর ১: আজ (শুক্রবার) দু’দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪০ বছর পূর্তিতে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান পরস্পরকে অভিনন্দনবাণী পাঠিয়েছেন।

সি চিন পিং বলেন, চীন ও সংযুক্ত আরব আমিরাত পরস্পরের ভালো বন্ধু ও অংশীদার। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪০ বছরে, চীন ও সংযুক্ত আরব আমিরাতের সম্পর্কের সুষ্ঠু ও স্থিতিশীল উন্নয়ন বজায় রয়েছে। দু’দেশের রাজনৈতিক আস্থা দিন দিন বাড়ছে। বিভিন্ন খাতে সহযোগিতা ফলপ্রসূ হয়েছে। আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যাপারে সুষ্ঠু বিনিময় ও যোগাযোগ বজায় রয়েছে। গত মে মাসে, জনাব প্রেসিডেন্ট চীন সফর করেছেন এবং দু’দেশের মধ্যে গুরুত্বপূর্ণ মতৈক্য হয়েছে। যা পরবর্তী পর্যায়ে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে দিক-নির্দেশনা দিয়েছে। তিনি দু’দেশের সম্পর্কোন্নয়নে অনেক গুরুত্ব দেন, চীন ও সংযুক্ত আরব আমিরাতের সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক উন্নয়ন জোরদার করা এবং আঞ্চলিক ও বিশ্বের শান্তি, স্থিতিশীলতায় বড় অবদান রাখতে আগ্রহী।

 

মোহাম্মদ বলেন, তিনি দু’দেশের আরো উন্নয়ন, সমৃদ্ধি ও আরো বেশি সহযোগিতা কামনা করেন, তাঁর দেশ দু’দেশের সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক উন্নয়ন এবং দু’দেশের জনকল্যাণে আগ্রহী।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)