নভেম্বর ১: গতকাল (বৃহস্পতিবার) ইউক্রেনকে অস্ত্র সরবরাহের বিষয়ে আলোচনার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদ একটি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে চীনা প্রতিনিধি যুক্তরাষ্ট্রের মিথ্যা প্রচার প্রত্যাখ্যান করেছে এবং শান্তির জন্য আন্তর্জাতিক সমাজের প্রচেষ্টায় বাধা দেওয়ার পরিবর্তে ইউক্রেন সংকটের রাজনৈতিক সমাধানে বাস্তব অবদান রাখার জন্য যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে।
জাতিসংঘে চীনের স্থায়ী উপ-প্রতিনিধি কেং সুয়াং বলেন, যুক্তরাষ্ট্রই নিরাপত্তা দ্বন্দ্ব বাড়িয়ে চলেছে, আস্থার ঘাটতি বাড়াচ্ছে এবং ইউরোপে বিভাজন ও সংঘর্ষ সৃষ্টি করছে; চীন ও ইউরোপের মধ্যে সম্পর্কের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে যুক্তরাষ্ট্র।
কেং বলেন, আমরা আশা করি যুক্তরাষ্ট্র তার অর্থহীন দোষারোপের খেলা বন্ধ করবে এবং আন্তর্জাতিক সমাজের শান্তি অর্জনের প্রচেষ্টায় বাধা না-দিয়ে ইউক্রেন সংকটের রাজনৈতিক সমাধানে প্রকৃত অবদান রাখতে চীনসহ সংশ্লিষ্ট দেশগুলির সঙ্গে কাজ করবে। চীন ইউক্রেন ইস্যুকে ব্যবহার করে চীনের বিরুদ্ধে চাপ প্রয়োগ এবং নির্বিচারে চীনা সংস্থা ও ব্যক্তিদের উপর একতরফা নিষেধাজ্ঞা এবং অবৈধভাবে দূর থেকে নিয়ন্ত্রণের বিরোধিতা করে। চীনা কোম্পানি ও নাগরিকদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে চীন।
(জিনিয়া/তৌহিদ/ফেই)