নভেম্বর ১: সম্প্রতি ফরাসি রাজনৈতিক পার্টি ‘লা ফ্রান্স ইনসোমিস’ নেতা জিন লুক মেলেনচন বলেছেন, বিশ্বে শীর্ষ শক্তিশালী দেশের অবস্থান রক্ষায় যুক্তরাষ্ট্র তাইওয়ান ইস্যুর অজুহাতে চীনকে দমনের চেষ্টা করছে। কিন্তু, বিশ্বে একটিমাত্র দেশ চীন, তাই ইউরোপের যুক্তরাষ্ট্রের সাথে সুর মেলানো উচিত নয় এবং তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত করা ঠিক নয়।
মেলেনচন সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিশ্বের প্রক্রিয়াকরণ কেন্দ্র ও গুরুত্বপূর্ণ আর্থ-বাণিজ্য সংযোগস্থল, তা বৈশ্বিক উন্নয়নের ওপর প্রভাব ফেলে। সম্প্রতি ইউরোপীয় সংসদে তাইওয়ান ইস্যু নিয়ে ভোটদানের সময় ‘লা ফ্রান্স ইনসোমিস’ বিপক্ষে ভোট দিয়েছে।
তিনি আরো বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদে ১৯৭১ সালে গৃহীত ২৭৫৮ নম্বর প্রস্তাবে একচীন নীতির ঘোষণা দেওয়া হয়েছে।
(সুবর্ণা/হাশিম/রুবি)