নভেম্বর ১, সিএমজি বাংলা ডেস্ক: নতুন ধরনের পদার্থ নিয়ে গবেষণার কাজে একটি বিগ-ডেটা সেন্টার সিস্টেম প্রতিষ্ঠার পরিকল্পনা প্রকাশ করেছে চীন। ২০৩৫ সালের মধ্যে এ তথ্য-কেন্দ্র নির্মাণ করা হবে। বুধবার এ নিয়ে একটি পরিকল্পনা প্রকাশ করেছে দেশটির শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।
মন্ত্রণালয়সহ তিনটি সরকারি কর্তৃপক্ষ যৌথভাবে এ পরিকল্পনা প্রকাশ করেছে। ২০২৭ সালের মধ্যে একটি প্রধান প্ল্যাটফর্ম এবং একাধিক ডেটা-রিসোর্স নোড সমন্বিত একটি সিস্টেম তৈরির লক্ষ্য রয়েছে এ পরিকল্পনায়।
নতুন পদার্থের বিগ-ডেটা সেন্টার হবে একটি নতুন ধরনের গবেষণা ও উন্নয়ন অবকাঠামো। এতে নতুন পদার্থ সম্পর্কিত শিল্পের উদ্ভাবন প্রক্রিয়ার উন্নয়ন করা হবে।
পরিকল্পনায় এ কেন্দ্র নির্মাণের বিশদ বিবরণ রয়েছে। এতে ডেটা সার্কুলেশন অ্যাপ্লিকেশন সিস্টেম প্রতিষ্ঠা করা হবে। এ ছাড়া নতুন পদার্থ সম্পর্কিত বিগ-ডেটা প্রযুক্তির অ্যাপ্লিকেশনগুলোর জন্য একটি প্রাযুক্তিক বাস্তুসংস্থান তৈরির পরিকল্পনাও রয়েছে।
ফয়সল/শান্তা
তথ্য ও ছবি: সিজিটিএন