সি চিন পিং-এর সঙ্গে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর সাক্ষাত্
2024-11-01 18:41:27

নভেম্বর ১: আজ (শুক্রবার) বেইজিংয়ে গণ-মহাভবনে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো চীনের প্রেসিডেন্ট সি চিন পিং-এর সঙ্গে সাক্ষাত্ করেছেন।

সি চিন পিং বলেন, দু’দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫ বছরে, দু’দেশের ঐতিহ্যবাহী মৈত্রী প্রাণশক্তিতে পূর্ণ এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা ফলপ্রসূ হয়েছে; যা প্রকৃত অর্থে দুই দেশের জনগণের কল্যাণ করেছে। চীন-স্লোভাকিয়া সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করা উভয় পক্ষের সিদ্ধান্ত। যা দেশের ভবিষ্যত উন্নয়ন চাহিদার সাথে সঙ্গতিপূর্ণ এবং দ্বিপাক্ষিক সহযোগিতায় নতুন এবং শক্তিশালী প্রেরণা যোগাবে। চীন স্লোভাকিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের একটি নতুন অধ্যায় উন্মোচন করতে এবং তাকে উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে চায়।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)