সেপ্টেম্বরে চীনের পণ্য ও সেবার আন্তর্জাতিক বাণিজ্য বেড়েছে
2024-11-01 13:58:06

নভেম্বর ১, সিএমজি বাংলা ডেস্ক: এই বছরের সেপ্টেম্বরে চীনের পণ্য ও পরিষেবা খাতে আন্তর্জাতিক বাণিজ্যের মূল্য প্রায় ৪ দশমিক ৪৮ ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছেছে। যা আগের বছরের একই সময়ের তুলনায় ৫ শতাংশ বেশি। বৃহস্পতিবার সরকারি তথ্যে এমনটা জানা গেছে।

চীনের জাতীয় বৈদেশিক মুদ্রা বিনিময় প্রশাসন আরও জানিয়েছে, মার্কিন ডলারের পরিপ্রেক্ষিতে, এ সময়ে দেশটির পণ্য ও পরিষেবার রপ্তানির পরিমাণ ছিল ৩৫২ বিলিয়ন ডলার, যেখানে আমদানি ছিল ২৮০ দশমিক ৬ বিলিয়ন ডলার। উদ্বৃত্ত ছিল ৭১ দশমিক ৩ বিলিয়ন ডলার।

একই সময়ে পণ্যের রপ্তানি মূল্য প্রায় ২ দশমিক ২৫ ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছেছে, যখন আমদানি মূল্য ছিল প্রায় ১ দশমিক ৬২ ট্রিলিয়ন ইউয়ান। এখানেও উদ্বৃত্ত ৬২৬ দশমিক ৮ বিলিয়ন ইউয়ান।

রপ্তানিকৃত পরিষেবার মূল্য ছিল ২৪২ বিলিয়ন ইউয়ান এবং আমদানি ৩৬৪ বিলিয়ন ইউয়ান। এখানে ঘাটতির পরিমাণ ১২১ দশমিক ৯ বিলিয়ন ইউয়ান।

ফয়সল/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি