অক্টোবর ৩১, সিএমজি বাংলা ডেস্ক: ১৩৬তম চীন আমদানি ও রপ্তানি মেলা বা ক্যান্টন ফেয়ারের তৃতীয় পর্ব শুরু হয়েছে বৃহস্পতিবার। এবারের ক্যান্টন ফেয়ারে এখন পর্যন্ত ১ লাখ ৯৯ হাজার বিদেশি ক্রেতা এসেছেন যা একটি রেকর্ড সৃষ্টি করেছে।
মোট প্রদর্শনী এলাকা ৫লাখ ১৫ হাজার বর্গমিটার। তৃতীয় পর্বে ২১টি প্রদর্শনী অঞ্চল রয়েছে যা খেলনা মাতৃত্ব পণ্য, ফ্যাশন, গৃহস্থালি বস্ত্র, স্টেশনারি এবং স্বাস্থ্য ও অবসর এই পাঁচটি প্রধান সেক্টরকে হাইলাইট করছে। :
বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ দেশগুলোর ক্রেতা ১ লাখ ৩০ হাজার যা মোট ক্রেতার ৬৫.৬ শতাংশ এবং ব্রিকস দেশগুলোর ক্রেতা ৪১ হাজার যা মোট ক্রেতার ২০.৮ শতাংশ।
প্রদর্শনীতে ২ হাজার ১০০টিরও বেশি কোম্পানি উচ্চ-মানের এবং স্বাতন্ত্র্যসূচক পণ্য নিয়ে অংশগ্রহণ করেছে, যা আগের মেলার একই পর্বের চেয়ে ৬শর বেশি।
বিশ্বব্যাপী ক্রেতাদের সাথে এন্টারপ্রাইজগুলোকে সংযুক্ত করার জন্য একটি মূল প্ল্যাটফর্ম হিসাবে, ১৩৬তম মেলা এরমধ্যে ৬৭৩টি বাণিজ্য প্রচার কার্যক্রমের আয়োজন করেছে, যা আগের সেশন থেকে ২৫শতাংশের বেশি বৃদ্ধিকে তুলে ধরছে।
১৯৫৭ সালে শুরু হওয়া এবং বছরে দুবার অনুষ্ঠিত এ মেলাটিকে চীনের বৈদেশিক বাণিজ্যের একটি প্রধান প্ল্যাটফর্ম হিসাবে বিবেচনা করা হয়।
মেলার তৃতীয় ও শেষ পর্ব চলবে ৪ নভেম্বর পর্যন্ত।
শান্তা/ফয়সল