বৃদ্ধাশ্রমে মজার জীবন!
2024-10-31 14:58:36

চীনের চে চিয়াং প্রদেশে একটি ব্যতিক্রমী বৃদ্ধাশ্রম আছে। নাচ এবং শর্ট ভিডিও শুটিং করা এখানকার প্রবীণদের দৈনন্দিন বিষয়ে পরিণত হয়েছে। ৭০ বছরের বেশি বয়সী বয়স্কদের  নৃত্যে নেতৃত্ব দিচ্ছেন লিন ফেং, সবাই তাকে ডাকে ‘ডিরেক্টর লিন’। ‘ডিরেক্টর লিন’ প্রত্যেককে নাচতে নিয়ে যায় এবং প্রতিদিন ছোট ভিডিও শুটিং করে। তারপরে সেগুলো অনলাইনে প্রকাশ করা হয়, যা নেটিজেনদের কাছ থেকে প্রচুর মনোযোগ এবং প্রশংসা পেয়েছে। এর মাধ্যমে প্রবীণরা বৃদ্ধাশ্রমে আনন্দ খুঁজে পান। আজকের জীবন কথা অনুষ্ঠানে আমরা এ বৃদ্ধাশ্রমের গল্প শুনবো।

অ্যাক্টিভিটি রুমে ‘ডিরেক্টর লিন’ নামে পরিচিত লিন ফেং ১০ জনেরও বেশি বয়স্ক লোকের জন্য ‘সবজি বিক্রি করার’ একটি ছোট ভিডিও পরিচালনা করছেন। সবজি বিক্রেতারা, কেনাকাটা করা গ্রামবাসীরা, সবজির ঝুড়ি এবং স্টিলের আঁশের মতো সামগ্রীও উপস্থিত রয়েছে। যার ফলে এ ঘরটি একটি প্রাণবন্ত সবজি বাজারে পরিণত হয়েছে। লিন ফেংয়ের মাথায় একটি ধূসর পরচুলা, গায়ে একটি নীল শার্ট আর তার হাতে ধরা একটি বাঁশের ঝুড়ি। তিনি শাকসবজি কেনা একজন বৃদ্ধ মহিলার ভূমিকা অভিনয় করেন। সবকিছু গুছিয়ে নেওয়া পর আনুষ্ঠানিকভাবে শুরু হলো ‘সানসেট রেড লিটল থিয়েটার’-এর শুটিং।

ছোট নাটকে ‘উচ্চারণ’ সৃষ্ট ভুল বোঝাবুঝিটি ছিল প্রাণবন্ত এবং মজায় পূর্ণ। তাতে সবাই আনন্দ পায়। এ ছাড়াও সবজি ক্রেতার ভূমিকা অভিনয়  করছেন ৮১ বছর বয়সী ওয়েই ফাং। তিনি আমাদের সাংবাদিকদের বলেন, তাদের  শুটিং এবং প্লট প্রতিদিন আলাদা হয় এবং লিন ফেং সর্বদা তাদের ‘বিস্মিত’ করার জন্য উপায় অনুসন্ধান করেন।

শুটিং শেষ করে অফিসে ফেরার পর লিন ফেং সম্পাদনা এবং প্রক্রিয়াকরণ শুরু করেন। ডাবিং করে সাবটাইটেল এবং বিশেষ ইফেক্ট যোগ করেন লি ফেং। অনলাইনে পোস্ট করার কয়েক মিনিটের মধ্যে এটি বয়স্ক এবং নেটিজেনদের কাছ থেকে অনেক লাইক পায়।

লি ফেং বলেন, আসলে আমি যখন প্রথম শুটিং শুরু করি তখন এটি সম্পর্কে কিছুই জানতাম না। আমি ইন্টারনেট থেকে শিখতে শুরু করি এবং ধীরে ধীরে কীভাবে শুটিং করতে হয়, সংগঠিত করতে হয়, সম্পাদনা করতে হয় সেগুলোর অভিজ্ঞতা নিয়েছি।

‘ডিরেক্টর লিন’ নামে পরিচিত লিন ফেং আসলে এই বৃদ্ধাশ্রমের পরিচালক। এখানে তিনি কেবল প্রবীণদের জন্য আনন্দ আনেন না, তবে তাদের জীবনের একটি মহান স্টুয়ার্ডও। তিনি তার সূক্ষ্ম ও আন্তরিক সেবা দিয়ে প্রবীণদের মন জয় করেছেন।

৮৪ বছর বয়সী স্যুন পেই লান, অবসর নেওয়ার আগে একজন শিক্ষিকা ছিলেন। অস্টিওপোরোসিসের কারণে তাঁর পা ও পায়ে নড়াচড়া করতে অসুবিধা হয়। তখন থেকে লিন ফেং তার বাড়িতে নিয়মিত আসেন।

স্যুন পেই লান বলেন, আমার বাচ্চারা আমার কাছে থাকেন না। লিন ফেং কাছে থাকেন। আমি ডাকলেই তিনি আসেন। চুল ধুতে এবং নখ কাটতে গিয়ে তিনি নোংরা হওয়ার ভয় পান না, আমাদের এখানকার বয়স্ক লোকেরা তাকে ছেলের মতো দেখেন। তাঁরা তাকে খুব ভালবাসে এবং তাকে দেখলেই খুশি হন।

স্যুন পেই লান সাংবাদিকদের বলেন, কিছু সময় আগে, পরিষেবা সংস্থার প্রতিস্থাপনের কারণে, প্রবীণরা ভুলভাবে মনে করেন যে, সংস্থাটির কর্মীদেরও প্রতিস্থাপন করা হবে। লিন ফেংকে রেখে দেওয়ার লক্ষ্যে তিনি এবং অন্যান্য বয়স্ক ব্যক্তিরাও একটি বিশেষ চিঠি লিখেছিলেন। চিঠিতে, সহজ ভাষায় এ বৃদ্ধাশ্রমে প্রবীণদের সুখী জীবন বর্ণনা করা হয়েছে এবং কর্মীদের প্রশংসা করা হয়েছে। চিঠিতে লিন ফেং এবং অন্য কর্মীদের রেখে দিতে জোরালোভাবে অনুরোধ করা হয়। চিঠির শেষ দিকে লাগানো হয়েছে পঞ্চাশ জনেরও বেশি বয়স্ক মানুষের স্বাক্ষর ও  ঘন ঘন হাতের লাল ছাপ।

আমাদের সাংবাদিক জানতে পেরেছেন যে, ছাং সিং জেলার টাই হু থু ইং হোম কেয়ার সার্ভিস সেন্টার এলাকাটির  ১৫০ জনেরও বেশি বয়স্ক লোককে সেবা দিয়ে থাকে। এখানে লিন ফেং বয়স্কদের দৈনন্দিন যত্ন, খাবার সহায়তা, চিকিৎসা, দিনের যত্ন, অবসরপ্রাপ্ত বিনোদন এবং অন্যান্য পরিষেবা প্রদান করেন। পাশাপাশি প্রবীণদের জীবন সমৃদ্ধ করার জন্য তাদের অবসরের জীবন সম্পর্কে বিভিন্ন ছোট ভিডিও শ্যুট করেন। আর সে হাতে লেখা চিঠি লিন ফেং-এর বৃদ্ধাকে সঙ্গ দেওয়ার দৃঢ় সংকল্পকে আরও দৃঢ় করেছে।

এ পর্যন্ত, লিন ফেং ২৯০টিও বেশি ছোট ভিডিও শ্যুট ও প্রকাশ করেছেন, যার মধ্যে একটির সর্বাধিক ১.৩ লাখ ভিউ হয়েছে এবং প্রায় ২০০টি মন্তব্য  রয়েছে। ইন্টারনেটের মাধ্যমে এখানকার প্রবীণদের সুখী জীবনের কথা আরও বেশি মানুষ জানতে পারছেন।