অক্টোবর ৩১: চীনের কমিউনিস্ট পার্টি-সিপিসি কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য এবং পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতকাল (বুধবার) বেইজিংয়ে ফিনিশ পররাষ্ট্রমন্ত্রী এলিনা ভালটোনেনের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।
বৈঠকে ওয়াং ই বলেন, দুই দেশের সম্পর্ক দীর্ঘমেয়াদী এবং স্বাস্থ্যকর উন্নয়ন বজায় রেখেছে, যা চীন-ইইউ সম্পর্কের স্থিতিশীলতার একটি গুরুত্বপূর্ণ কারণ হয়ে উঠেছে। ২০১৭ সালে, দু’দেশের প্রেসিডেন্ট যৌথভাবে চীন-ফিনল্যান্ড সম্পর্ককে একটি নতুন ধরনের ভবিষ্যৎ-ভিত্তিক সহযোগিতামূলক অংশীদারিত্বে উন্নীত করার সিদ্ধান্ত নেন এবং এই অবস্থানটি চীনের বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে অনন্য এবং চীন-ফিনল্যান্ড সম্পর্কের বিশেষত্ব ও অগ্রগতিকে সম্পূর্ণরূপে প্রতিফলিত করে। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত ঘনিষ্ঠভাবে যোগাযোগ ও সমন্বয় করা, দুই প্রেসিডেন্ট মধ্যে অর্জিত গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়ন করা, বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক উপকারী সহযোগিতা জোরদার করা, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় যৌথভাবে সাড়া দেওয়া এবং চীন-ফিনল্যান্ড সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করা।
ভালটোনেন বলেন, ফিনল্যান্ড দুই প্রেসিডেন্টের গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়নের জন্য চীনের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ। ইইউ সদস্য হিসেবে ফিনল্যান্ড আশা করে যে, ইইউ-চীন সম্পর্ক গঠনমূলক উন্নয়ন বজায় রাখবে।
(রুবি/হাশিম/সুবর্ণা)