অক্টোবর ৩১: সম্প্রতি চীন আন্তর্জাতিক বাণিজ্য প্রচার কাউন্সিলের উদ্যোগে ৪ শতাধিক বিদেশি প্রতিষ্ঠানের জন্য এক জরিপ করা হয়েছে। তার ভিত্তিতে আজ (বৃহস্পতিবার) ‘২০২৪ সালের তৃতীয় প্রান্তিকে চীনে বৈদেশিক পুঁজি ব্যবসার পরিবেশ তদন্ত রিপোর্ট’ প্রকাশিত হয়েছে।
জরিপে অংশগ্রহণকারী বিদেশি প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৯০ শতাংশ চীনের ব্যবসায়িক পরিবেশের মূল্যায়নে ‘সন্তুষ্ট’ বা তার বেশি ছিল। তাদের মধ্যে, ‘বাজারে প্রবেশাধিকার’, ‘ব্যবসায়িক স্থান প্রাপ্তি’ এবং ‘ক্লোজিং পদ্ধতি পরিচালনার’ মতো সূচকগুলোতে ‘সন্তোষজনক’ বা তার উপরে রেট দেওয়া কোম্পানিগুলোর সর্বোচ্চ অনুপাত।
বাজার পরিস্থিতি বিচার করে, জরিপে বিদেশি কোম্পানিগুলো চীনা বাজার সম্পর্কে আশাবাদী হতে চলেছে। তাদের মধ্যে, জরিপ করা ইউরোপীয় কোম্পানিগুলোর ৪১.৬৭ শতাংশ বিশ্বাস করে যে, এ বছর চীনা বাজারের সম্ভাবনা ‘ভাল’, যা আগের মাসের তুলনায় ১৪.১৭ শতাংশ বেশি।
চীন আন্তর্জাতিক বাণিজ্য প্রচার কাউন্সিলের মুখপাত্র সুন সিয়াও বলেন, বিদেশি প্রতিষ্ঠানগুলোর চীনে পুঁজি বিনিয়োগের আগ্রহ বাড়ছে। যা আগের মাসের চেয়ে ২.০৭ শতাংশ বেশি। পরবর্তীতে চীন বিদেশি প্রতিষ্ঠানকে সেবা দেওয়ার পদ্ধতি আরো সুসংহত করবে, যাতে বিদেশি প্রতিষ্ঠানগুলোকে আরো ভালো ও উন্নত সেবা দেওয়া যায়।
(শুয়েই/তৌহিদ/জিনিয়া)