অক্টোবর ৩১, সিএমজি বাংলা ডেস্ক: উৎপাদন খাতের অগ্রগতির অন্যতম সূচকটি হলো ক্রয় ব্যবস্থাপক সূচক। অক্টোবরে টানা দুই মাসে এ সূচক বেড়েছে চীনে। সর্বশেষ সূচকটি ছয় মাসের মধ্যে সর্বোচ্চ ৫০ দশমিক ১-এ অবস্থান করছে। চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো বৃহস্পতিবার এনবিএস এ তথ্য জানিয়েছে।
চীনের অফিসিয়াল ম্যানুফ্যাকচারিং পিএমআই সেপ্টেম্বরে ছিল ৪৯ দশমিক ৮। ৫০ শতাংশ ছাড়িয়ে যাওয়ার মানে হলো এটি সংকোচন থেকে সম্প্রসারণের দিকে যাচ্ছে। এনবিএস বলেছে, এ সূচক বৃদ্ধির পেছনে ভূমিকা রেখেছে দ্রুত উৎপাদন কার্যক্রম।
এনবিএস-এর পরিসংখ্যানবিদ চাও ছিংহ জানান, চীনের ক্রমবর্ধমান নীতির প্যাকেজ প্রবর্তন ও বিদ্যমান নীতিমালার প্রভাব ধীরে ধীরে প্রতীয়মান হচ্ছে।
চীনে সামগ্রিক ব্যবসায়িক কার্যক্রমও ত্বরান্বিত হয়েছে কারণ যৌগিক ক্রয় ব্যবস্থাপক সূচকটি উৎপাদন ও অ-উৎপাদন দুটো খাতকেই কভার করে। অ-উৎপাদন খাতের পিএমআই সেপ্টেম্বরের ৫০ থেকে বেড়ে অক্টোবরে ৫০.২ হয়েছে।
ফয়সল/শান্তা
তথ্য ও ছবি: চায়না ডেইলি