বন্যায় স্পেনের ৯৫ জন নিহত
2024-10-31 15:01:43

অক্টোবর ৩১: স্পেনের তথ্য মাধ্যমের গতকালের (বুধবার) খবরে জানা গেছে, ঝড়বৃষ্টি সৃষ্ট বন্যার কারণে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে কমপক্ষে ৯৫ জন নিহত হয়েছে। দেশটির সরকার নিহতদের জন্য তিনদিনব্যাপী শোক পালন করবে।

জানা গেছে, ঝড়বৃষ্টিতে সৃষ্ট বিদ্যুত্ বিভ্রাট প্রায় ১.১৫ লাখ মানুষের ওপর প্রভাব ফেলে।

স্পেন সরকারের পরিসংখ্যান অনুযায়ী, দেশটির ১ হাজার ১১৬ জন সামরিক জরুরি মোকাবিলা বাহিনীর সদস্য, ২০০ স্থলসৈন্য, ৭৫০ জন জাতীয় রক্ষী সদস্য, ১০০ জাতীয় পুলিশ এবং বেশ কয়েকটি জায়গার পুলিশ উদ্ধার কাজে অংশ নেয়। এ ছাড়া ৩শ’র বেশি গাড়ি ও বিমান যোগ দেয় উদ্ধারকাজে। (প্রেমা/হাশিম/লিলি)