চীন-রাশিয়া সম্পর্ক নিয়ে রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ওয়াং ই’র সাক্ষাৎ
2024-10-31 14:27:29

অক্টোবর ৩১, সিএমজি বাংলা ডেস্ক: চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বুধবার বেইজিংয়ে রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে রুদেঙ্কোর সঙ্গে সাক্ষাৎ করেছেন।

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ওয়াং বলেছেন, চীন-রাশিয়ার মাঝে সমন্বয়ের কৌশলগত অংশীদারিত্বের যে ইতিহাস রয়েছে তা প্রাকৃতিক যুক্তির ওপর ভিত্তি করে রচিত এবং শক্তিশালী অভ্যন্তরীণ গতিশীলতাই এর মূল চালিকাশক্তি। তিনি আরও বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি যাই হোক না কেন, এ সম্পর্কের পরিবর্তন হবে না।

তিনি বলেন, চীন-রাশিয়া সম্পর্কের উন্নয়ন কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্যবস্তু বানায় না, বা এটি কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপের বিষয়ও নয়।

ওয়াং বলেন, দুই রাষ্ট্রপ্রধানের নেতৃত্বে চীন-রাশিয়া সম্পর্ক উন্নয়নের একটি শক্তিশালী গতি বজায় রেখেছে। এ সম্পর্ক উভয় দেশের জনগণের অভিন্ন স্বার্থ রক্ষা করে এবং জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতি রক্ষায় তাদেরকে যার যার অবদান রাখতে দেয়।

তিনি উল্লেখ করেছেন, সম্প্রতি রাশিয়ার কাজানে ব্রিকস শীর্ষ সম্মেলন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। তার মতে, ব্রিকসের কৌশলটি গ্লোবাল সাউথের ঐক্য ও আত্মশক্তি বৃদ্ধি এবং বিশ্ব শান্তি ও স্থিতিশীলতায় গঠনমূলক ভূমিকা পালন করেছে।

চীন শাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর পর্যায়ক্রমিক সভাপতিত্ব গ্রহণ করেছে এবং এসসিওর আরও উন্নয়নে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত রয়েছে বলেও যোগ করেন ওয়াং।

রুদেঙ্কো বলেছেন, রাশিয়া চীনের সঙ্গে দুই রাষ্ট্রপ্রধানের গৃহীত ব্যবস্থাগুলো আন্তরিকভাবে বাস্তবায়ন করার পাশাপাশি উচ্চ পর্যায়ের বিনিময়, ব্যবহারিক সহযোগিতা জোরদার, আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে সমন্বয় এবং রাশিয়ার নতুন উন্নয়নের জন্য চীনের সঙ্গে সম্পর্কোন্নয়নে কাজ করতে প্রস্তুত।

ইউক্রেন সংকট নিয়েও মতবিনিময় করেন তারা।

ফয়সল/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি, সিজিটিএন