অক্টোবর ৩১, সিএমজি বাংলা ডেস্ক: স্টেমসেল সংক্রান্ত তথ্য-উপাত্তের জন্য বিশ্বের প্রথম আন্তর্জাতিক মান আইএসও ৮৪৭২-১ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে চায়না একাডেমি অফ সায়েন্সেসের প্রাণীবিদ্যা ইনস্টিটিউট। বুধবার সংস্থাটি এ তথ্য জানিয়েছে।
ইনস্টিটিউটের মতে, মানদণ্ডটি বিশ্বব্যাপী স্টেমসেল তথ্য ব্যবস্থাপনা উন্নত করবে এবং এ নিয়ে গবেষণা ও প্রায়োগিক অগ্রগতিতে অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।
বিশ্বব্যাপী জৈবপ্রযুক্তি দ্রুত প্রসারের সঙ্গে বাড়ছে স্টেমসেল সংক্রান্ত তথ্য-ব্যবস্থাপনার চাহিদা। এতদিন এ ধরনের তথ্য সংরক্ষণের কোনো আন্তর্জাতিক মানদণ্ড ছিল না, যে কারণে অনিয়ন্ত্রিত তথ্য ব্যবস্থাপনা, ডেটা শেয়ারিং ও প্রয়োগে অদক্ষতার মতো সমস্যা দেখা দিয়েছিল।
আইএসও৮৪৭২-১ শিরোনামের এ মানদণ্ড প্রকাশে চীনের সঙ্গে ছিলেন জাপান, কোরিয়া প্রজাতন্ত্র, জার্মানি, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও অন্যান্য দেশের বিশেষজ্ঞরাও। এই মানদণ্ড স্টেমসেল গবেষণার ক্ষেত্রে সম্পর্কিত ডেটাবেস, ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম, ওয়েব ইন্টারফেসের জন্য প্রযোজ্য।
ফয়সল/শান্তা
তথ্য ও ছবি: সিজিটিএন